প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৪:৫৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নোয়াখালী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সিএনজি চালিত অটোরিকশার চালক। সোমবার (১৪ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে সুধারাম থানার সামনেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম রেজাউল করিম। বয়স ছিল ৪৫ বছর। তিনি সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ইসমাইলের বাড়ির গোলাম হোসেনের ছেলে। একজন সন্তানের জনক রেজাউল করিম পেশায় ছিলেন সিএনজি চালক।
ঘটনার সময় রেজাউল করিম যাত্রী ছাড়া সিএনজি নিয়ে মাইজদী টু চৌমুহনী সড়কে যাচ্ছিলেন। সুধারাম থানা এলাকার সামনে এসে তিনি সড়কের ডান পাশে মোড় নেওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার গায়ে সজোরে ধাক্কা দেয়।
স্থানীয়দের ভাষ্য মতে, সিএনজিটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।