প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৪২
গাজীপুরের শ্রীপুরে ক্যাসিনো ব্যবসার মূল হোতা মোশারফ হোসেনকে আটক করেছে পুলিশ। তাকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রোববার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে গাজীপুর সদর থানা ও শ্রীপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে মোশারফসহ ৭ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফের মেয়ের জামাই মো. মোশারফ দীর্ঘদিন ধরে গোপনে ক্যাসিনো ব্যবসা চালিয়ে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে রোববার রাত ৯টার দিকে মোশারফকে ধরতে তার শ্বশুরবাড়িতে অভিযান চালায় পুলিশ।
এসময় মোশারফ ও তার সহযোগীরা ওসিসহ প্রায় ১০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে ঘরের ভেতরে আটকে ফেলে। পরে মোশারফের চিৎকারে তার লোকজন দেশীয় অস্ত্রসহ ঘরের দরজা ও ফলস সিলিং ভেঙে পুলিশের ওপর হামলা চালায়।
হামলায় সদর থানার ওসিসহ অন্তত ৭ পুলিশ সদস্য আহত হন। পরে শ্রীপুর থানা পুলিশ এসে অভিযান চালিয়ে মোশারফসহ ৭ জনকে আটক করে।
স্থানীয়রা জানান, শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেতজুরি গ্রামের দিনমজুর আব্দুল লতিফের মেয়ে সোনিয়াকে কয়েক বছর আগে বিয়ে করেন মোশারফ। বিয়ের পর শ্বশুরের সঙ্গে তিনিও দিনমজুরের কাজ করতেন। কিন্তু পরে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন।
পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।