প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:৩১
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে ছড়ানো মিথ্যা গুজব নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত ২৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গুজব ছড়ানো হয়েছিল, যাতে দাবি করা হয়েছিল যে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজে পঁচা গরুর মাংস ব্যবহৃত হচ্ছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।