নোয়াখালীর বেগমগঞ্জে পারিবারিক কবরস্থান দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মো. আজিম বুধবার বেগমগঞ্জ থানায় এ সংক্রান্ত লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে বলা হয়েছে, নরোত্তমপুর ইউনিয়নের বকশি মিঞার পুরাতন বাড়ি এলাকায় জামাল উদ্দিন ওরফে খোকন নামে এক ব্যক্তি পারিবারিক কবরস্থানের জায়গা দখল করে দালান নির্মাণ করছেন। ভুক্তভোগীর দাবি, এই কবরস্থানে তাদের পূর্বপুরুষসহ পরিবারের সদস্যরা সমাহিত আছেন।
জামাল উদ্দিন ওরফে খোকন এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার বক্তব্য, 'এই জায়গায় কখনো কবরস্থান ছিল না। আমাদের তিন পুরুষ ধরে এখানে বাস করছি, কখনো কবরস্থান দেখিনি।'
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, 'প্রাথমিক তদন্তে কবরস্থানের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে আমরা বিষয়টি আরও তদন্ত করব।'
এলাকার কিছু বাসিন্দা দাবি করেছেন, প্রায় ১৫০ বছর আগে এখানে কবর ছিল এবং কুমিল্লা থেকে একজন নিয়মিত এখানে জিয়ারত করতে আসতেন। তবে অন্য বাসিন্দারা বলছেন, কবরের সঠিক অবস্থান নিয়ে তাদের স্পষ্ট ধারণা নেই।
পুলিশ উভয় পক্ষের বক্তব্য রেকর্ড করেছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। স্থানীয় প্রশাসনও ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।