নওগাঁর পত্নীতলায় জমি নিয়ে পুরনো বিরোধের জেরে দুই কৃষক ভাইয়ের স্বপ্ন এক রাতেই ভেঙে গেল। উপজেলার কৃষ্ণবল্লভ মৌজার চকমোমিনপুর মাঠে তাদের ১২২ শতক জমির ধানে রাতে বিষ স্প্রে করে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত দুই ভাই হেলাল হোসেন ও বেলাল হোসেন দীর্ঘদিন ধরে এই জমিতে ধান চাষ করে জীবিকা নির্বাহ করতেন। চলতি মৌসুমে ভালো ফলনের আশায় স্বপ্ন বুনেছিলেন তারা।
কিন্তু ৩ এপ্রিল রাতে দুর্বৃত্তদের বিষক্রিয়ায় তাদের সব স্বপ্ন মুহূর্তেই ধুলিসাৎ হয়ে যায়। ক্ষতির পরিমাণ তারা আনুমানিক দেড় লাখ টাকা বলে জানিয়েছেন। এ ঘটনার পর দুই কৃষক ভাই দিশেহারা হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক বেলাল হোসেন পত্নীতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে চকনিরখিন এলাকার মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ, কৃষ্ণবল্লভ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে ফারুক হোসেন ও ফরিদ হোসেন এবং বরইল এলাকার আমিনুল ইসলামের ছেলে রুয়েল হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের মধ্যে নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে আছেন হেলাল ও বেলাল। তারা বলছিলেন, বহু বছর ধরে এই জমি আমরা চাষ করি। তবে সম্প্রতি মালিকানা নিয়ে বিরোধ শুরু হয়।
তারা ধান কাটতে নিষেধ করলেও এভাবে রাতের আঁধারে বিষ দিয়ে ধান নষ্ট করবে ভাবিনি।
পাশের কৃষকরাও এই ঘটনাকে অমানবিক বলে মন্তব্য করেছেন। তারা বলেন, জমি নিয়ে বিরোধ থাকতেই পারে, কিন্তু এভাবে ফসল নষ্ট করা অমানবিক ও নিন্দনীয়।
এদিকে অভিযুক্ত আব্দুর রশিদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে ওই জমির মালিকানা দাবি করেছেন। তবে জমির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু তালেব জানান, লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা যাচাই করে তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। জমি নিয়ে দ্বন্দ্ব থাকলেও ফসলের উপর প্রতিশোধ নেওয়া ছিল অত্যন্ত অমানবিক।