"জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে দৌলতদিয়া ৬ নং ফেরিঘাটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী স্থানীয় সরকারের উপ-পরিচালক মাজহারুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারি পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা এবং কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালন্দের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।
আলোচনা সভা শেষে পদ্মা নদীতে একটি বর্ণাঢ্য নৌ-র্যালি অনুষ্ঠিত হয়। নৌযানগুলোতে জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক বাণী সংবলিত প্ল্যাকার্ড স্থাপন করা হয়। নৌ-র্যালিতে জেলা প্রশাসন, পুলিশ, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ, কোস্টগার্ড এবং জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি মাজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, "ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। জাটকা সংরক্ষণের মাধ্যমে আমরা ভবিষ্যতে অধিক পরিমাণে ইলিশ পাবো।"
উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, "জাটকা সংরক্ষণ সপ্তাহ একটি সামাজিক সচেতনতামূলক কর্মসূচি। কারেন্ট জালসহ সকল অবৈধ উপায়ে জাটকা আহরণ বন্ধ করতে আমরা কঠোর অবস্থান গ্রহণ করেছি।"
৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই সপ্তাহব্যাপী কর্মসূচি। এ সময় জাটকা আহরণ, পরিবহন ও বিক্রয় বন্ধে নজরদারি জোরদার করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।