প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ২০:৫৯
বরিশালের এয়ারপোর্ট থানা এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর দ্রুত তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত মো. হাসান প্যাদার বেতনের টাকা ও মোবাইল ফোনের লোভেই তাকে হত্যা করা হয়েছে। হাসান বরিশাল নগরীর কাউনিয়া বিসিক এলাকার বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করতেন।
সংবাদ সম্মলনে আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার মো. মশিয়ার হোসেন এবং এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।