প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ১৮:৫২
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে রণক্ষেত্রের পরিবেশ সৃষ্টি হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে উপজেলার আহসানুল্লাহ মুন্সীকান্দি ও বিলাসপুর এলাকায় দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই সহিংস ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস বেপারী এবং একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। শনিবার সকালে ছোট একটি ঘটনা থেকেই শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে দুই পক্ষের শতাধিক সমর্থক দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বিলাসপুর ইউনিয়নসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে ধারাবাহিক হাতবোমার বিস্ফোরণে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
স্থানীয়রা জানায়, সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের পাশাপাশি ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতরা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে জাজিরা থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন আলী জানান, দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।