প্রকাশ: ৪ এপ্রিল ২০২৫, ১১:৫৯
মাদারীপুর শহরের পুরান বাজারে অবস্থিত সিটি সুপার মার্কেটে শুক্রবার (৪ এপ্রিল) ভোর রাত তিনটার দিকে হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে মার্কেটের অন্তত ২৫টি দোকান এবং পাশের তিনটি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। আগুন লাগার খবর পেয়ে মাদারীপুর, রাজৈর, কালকিনি ও শরীয়তপুর থেকে মোট ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।