প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৫:৩৯
হিজলায় বদ্বীপের উদ্যোগে নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বরিশালের হিজলা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বদ্বীপ প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে। রবিবার সকাল দশটায় হরিনাথপুর ইউনিয়নের ফয়েজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায় দেড়শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে চাল, ডাল, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয়
সামগ্রী দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বদ্বীপের সভাপতি শফিকুল ইসলাম রোকন, সাধারণ সম্পাদক রাসেদ হোসেন, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন তপু, সহ-সভাপতি সাইফুল ইসলাম পলাশসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. ফকরুল ইসলাম, মোসলেম উদ্দিন মাস্টার, জামিল হোসেন পান্না, নুরুল হুদা বাদল ও সাহিত্য বিষয়ক সম্পাদক হোসাইন মাসুম।
অনুষ্ঠানে বদ্বীপের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পরামর্শক আবুল হাশেম চৌধুরী, বিল্লাল হোসেন ইমন চৌধুরী, আবুল কালাম চৌধুরী ও আবু ইসহাক মাতুব্বর এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, বদ্বীপ সবসময় মানবিক কার্যক্রমে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও থাকবে। সংগঠনের পক্ষ থেকে সকল দাতা সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। ঈদ সামগ্রী বিতরণ পেয়ে এলাকাবাসী আনন্দ প্রকাশ করে এবং তারা বদ্বীপের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই কার্যক্রম যেন প্রতি বছর অব্যাহত থাকে। এমন উদ্যোগে এলাকার নিম্ন আয়ের মানুষের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে এবং তারা সবার জন্য দোয়া করেন। বদ্বীপের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতারা।