দিনাজপুরের হাকিমপুর হিলিতে মোটর পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।এদিকে ঈদের আগে ঈদ সামগ্রী পেয়ে খুশি শ্রমিকরা।
দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তর্ভূক্ত হাকিমপুর উপজেলা শাখা আয়োজনে শুক্রবার বিকালে হিলি বাস স্ট্যান্ডে শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী ও দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের হাকিমপুর শাখা সভাপতি মাজারুল ইসলাম রাজ।
এসময় আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের হাকিমপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাউছার হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান মিলন, সড়ক সম্পাদক রকি হোসেন, যুগ্ন সম্পাদক রূপক সহ সংগঠনের অনেকে ছিলেন।
শ্রমিক ফিরোজ হোসেন বলেন, বিগত ১২ বছর আমরা এই সংগঠন থেকে ঈদ উপলক্ষে কোন উপহার পাই নাই। বার্তমান নতুন কমিটি আসার পরে আমরা এই প্রথম ঈদ সামগ্রী পেয়েছি। এইসব ঈদ উপহার পেয়ে খুব খুশি আমরা।