ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আড়ুয়া গ্রামে সীমানার গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে জব্বার সিকদারের ছেলে মিরাজ সিকদার এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী অলিউর রহমান।
স্থানীয়রা জানান, জব্বার সিকদার একটি গাছের ডাল কাটার সময় অলিউর রহমানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর মিরাজ এসে সীমানার একাধিক গাছ কেটে ফেলেন। অভিযোগ রয়েছে, তিনি দা-রামদা হাতে নিয়ে অলিউরকে খুঁজতে থাকেন এবং প্রাণনাশের হুমকি দেন।
ভুক্তভোগী অলিউর রহমান জানান, তারা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করছেন এবং সীমানা নির্ধারণের জন্য গাছ লাগিয়েছিলেন। কিন্তু মিরাজ গাছ কেটে ফেলেছেন এবং তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এতে পরিবার আতঙ্কে রয়েছে।
অন্যদিকে অভিযুক্ত মিরাজ সিকদার অভিযোগ অস্বীকার করে জানান, গাছটি তাদের নিজস্ব সম্পত্তির মধ্যে ছিল, তাই তিনি তা কেটেছেন। কোনো হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে এখনও সমঝোতা হয়নি। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে নিরাপত্তার দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা করছেন, এ নিয়ে বড় ধরনের সংঘর্ষ হতে পারে।