
হাকিমপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
গোলাম রব্বানী , নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৭:৪৪
শেয়ার করুনঃ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল ৬টা ২ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও সামাজিক সংগঠন কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং ২৪ গনঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
সকাল ৯টায় হাকিমপুর সরকারি কলেজ মাঠে ফেস্টুন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির শুভ সূচনা হয়। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, এক মিনিট নিরবতা পালন এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ, শুভেচ্ছা উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ডিপুটি কমান্ডার জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সুজন মিঞা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী, বিভিন্ন সরকারি কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধারা।
বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এছাড়া, এই অনুষ্ঠানে হাকিমপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও অংশগ্রহণ করে এবং স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

