https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

হাকিমপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

গোলাম রব্বানী
গোলাম রব্বানী , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৭:৪৪

শেয়ার করুনঃ
হাকিমপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ৬টা ২ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও সামাজিক সংগঠন কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং ২৪ গনঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

সকাল ৯টায় হাকিমপুর সরকারি কলেজ মাঠে ফেস্টুন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির শুভ সূচনা হয়। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, এক মিনিট নিরবতা পালন এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ, শুভেচ্ছা উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ডিপুটি কমান্ডার জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সুজন মিঞা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী, বিভিন্ন সরকারি কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধারা।

বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এছাড়া, এই অনুষ্ঠানে হাকিমপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও অংশগ্রহণ করে এবং স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদের আনন্দ বাড়াতে জামালপুরে বিএনপির ঈদ সামগ্রী বিতরণ

ঈদের আনন্দ বাড়াতে জামালপুরে বিএনপির ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষে আজ জামালপুর শহরের বাইপাস এলাকায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরুন হাসান কাজল, জেলা বাস মিনিবাস পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভ, সুজন, রানা মোল্লা সহ দলের নেতাকর্মীরা। বক্তারা তাদের বক্তব্যে

রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল ফিতর উদযাপন

রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের প্রায় অর্ধশত পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় উপজেলার ডহরশংকর এলাকার দারুস সুন্নাহ মসজিদের ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন, যেখানে পুরুষদের পাশাপাশি পর্দার অন্তরালে নারীরাও একই জামাতে নামাজ আদায় করেন। নামাজের পর মুসল্লিরা একে

খাদ্যশস্য বণ্টনে বৈষম্য, খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ

খাদ্যশস্য বণ্টনে বৈষম্য, খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ

খাগড়াছড়ি জেলা শহরে রবিবার (৩০ মার্চ) বিক্ষুব্ধ মারমা জনগোষ্ঠী ও ত্রিপুরা সংসদ সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। তারা সুপ্রদীপ চাকমার উপদেষ্টা পদ থেকে পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা এবং খাদ্যশস্য ও অর্থ বরাদ্দের অনিয়মের প্রতিবাদ জানিয়েছেন। তারা অভিযোগ করেন, গত ২৫ মার্চ পার্বত্য অঞ্চলের

সৌদি আরবের সাথে মিল রেখে ভূরুঙ্গামারীতে ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে ভূরুঙ্গামারীতে ঈদ উদযাপন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সৌদি আরবের সাথে মিল রেখে দুই গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া ও পাইকডাঙ্গা গ্রামে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ছিট পাইকেরছড়া ও পাইকডাঙ্গা গ্রামের অর্ধশত পরিবারে নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। পাইকডাঙ্গার ঈদের জামাতের ইমাম সাইফুল ইসলাম বলেন, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে কিংবা চাঁদ দেখার খবর পাওয়া গেলে আমরা

দুঃস্থদের পাশে দাঁড়ালো আলোর ঠিকানা: ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

দুঃস্থদের পাশে দাঁড়ালো আলোর ঠিকানা: ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

ঈদ মানেই আনন্দ, এবং সেই আনন্দ ভাগাভাগি করার জন্য পবিত্র ঈদ উল ফিতরের এই সময়ে দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'আলোর ঠিকানা'। গত রোববার সকাল ১০টায় উপজেলার কাটলাবাজারের মেধাবিকাশ স্কুল মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর প্যাকেজে এক কেজি চিনি, দুই কেজি সেমাই, নুডুলস, গুঁড়াদুধ, কিসমিস ও বাদাম অন্তর্ভুক্ত