https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পুলিশের হাতে ফের গ্রেফতার ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩

শেয়ার করুনঃ
পুলিশের হাতে ফের গ্রেফতার ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা

পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আব্দুল ওহাবকে ফের গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১২ জনকে হেফাজতে নেওয়া হয়। বুধবার সকালে সুজানগরের ভায়না ইউনিয়নের মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

তবে স্থানীয়দের দাবি, তিনি নিজ বাড়িতে আত্মসমর্পণ করেছেন। আব্দুল ওহাব সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র। তিনি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি ছিলেন। পুলিশ জানিয়েছে, গাজনার বিলে একটি বাড়িতে লুকিয়ে ছিলেন ওহাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ও আরও একজনকে গ্রেফতার করা হয়। এর আগে একই মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শনিবার বিকেলে সুজানগর পৌরসভার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে ওহাবকে গ্রেফতার করে পুলিশ। তবে সঙ্গে সঙ্গে কয়েক’শ নেতাকর্মী ও স্থানীয়রা জয় বাংলা স্লোগান দিয়ে তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়। এই ঘটনায় পুলিশের ৮ সদস্য আহত হন। পরদিন পুলিশের পক্ষ থেকে ৬৪ জনের নাম উল্লেখসহ ২০০-৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা জামায়াতের লক্ষ্য: মাসুদ সাঈদী

আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা জামায়াতের লক্ষ্য: মাসুদ সাঈদী

পিরোজপুরে জামায়াতে ইসলামী নেতার গণসংযোগে দেশ পরিচালনার উদ্দেশ্য তুলে ধরলেন মাসুদ সাঈদী পিরোজপুরের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াত ইসলামী উদ্যোগে শুক্রবার গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। এই অনুষ্ঠানে তিনি বাংলাদেশের রাজনীতি ও দলটির ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশের মানুষ গত ৫৩ বছরে বিভিন্ন

মৌলভীবাজারে সরকারি জমি দখল ও মাটি কাটার অপরাধে ৬ মাসের কারাদণ্ড

মৌলভীবাজারে সরকারি জমি দখল ও মাটি কাটার অপরাধে ৬ মাসের কারাদণ্ড

মৌলভীবাজারে সরকারি খাস জমি অবৈধভাবে দখল এবং মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রামে এ রায় দেন। অভিযুক্ত ব্যক্তি মোঃ আবুল কাসেম (৩০), যিনি সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দুঘর গ্রামের আকলু মিয়ার ছেলে।   পুলিশের সূত্রে জানা যায়, আবুল কাসেম অবৈধভাবে সরকারি জমি দখল

মৌলভীবাজারে ভুট্টা চাষে কৃষকদের স্বপ্ন

মৌলভীবাজারে ভুট্টা চাষে কৃষকদের স্বপ্ন

মৌলভীবাজার জেলার প্রান্তিক কৃষকরা এখন ভুট্টা চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন। বিগত কয়েক বছর ধরে বাম্পার ফলন পাওয়ার কারণে এবং অন্য ফসলের তুলনায় ভুট্টা চাষের খরচ অনেক কম হওয়ায়, এবারও জেলার কৃষকরা বাণিজ্যিকভাবে ভুট্টা চাষে ঝুঁকেছেন। বিশেষত হাওরাঞ্চলসহ বিভিন্ন উপজেলা, যেখানে কৃষকরা আগে প্রচলিত ফসল চাষ করতেন, সেখানে এখন ভুট্টা চাষে তাদের আয়ের উৎস বদলাতে শুরু করেছে।  এ বছর মৌলভীবাজারে ২৫৫

"রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ টন চাল জব্দ, মালিক পলাতক"

"রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ টন চাল জব্দ, মালিক পলাতক"

নওগাঁর রাণীনগরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ হাজার ৩১০ কেজি চাল অবৈধভাবে মজুদ করে রাখার অভিযোগে বড় ধরনের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানে আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকার দুটি গোডাউন থেকে চালগুলো জব্দ করা হয়।   উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো

মৌলভীবাজার জেল সুপারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

মৌলভীবাজার জেল সুপারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

মৌলভীবাজার জেলা কারাগারের সুপার মুজিবুর রহমান মজুমদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, জেল সুপার ক্ষমতার অপব্যবহার করে কারাগারের ব্যবস্থাপনা ও প্রশাসনকে একটি মুনাফার খনিতে পরিণত করেছেন। অভিযোগ রয়েছে, বন্দিদের সঙ্গে দুর্ব্যবহার, ঘুষ গ্রহণ, সিট ও খাবারের বাণিজ্যসহ আরও অনেক অনিয়মের ঘটনা ঘটছে।  ভুক্তভোগী ব্যক্তিরা জানান, বন্দিদের জন্য যে শপথ বাক্যটি গৃহীত হয়েছে—‘রাখিব নিরাপদ, দেখাবো আলোর