প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১:২৯
রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৬ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংক বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রহিজুল ইসলাম (৫৯) এবং অটো রিকশা চালক সাহেব আলী (৬১)। রহিজুল ইসলাম বগুড়া জেলার শেরপুর উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের বাসিন্দা এবং সাহেব আলী একই জেলার শেরপুর উপজেলার মনছের আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনা ঘটে যখন রহিজুল ইসলাম ও সাহেব আলীসহ চারজন একটি অটো রিকশায় চড়ে জানাযা নামাজে যাচ্ছিলেন। তারা চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংক বাইপাস এলাকায় পৌঁছালে বগুড়াগামী শাহ ফতেহ আলী নামের একটি বাস অটো রিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এতে অটো রিকশার চালক সাহেব আলীসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫ টার দিকে রহিজুল ইসলাম এবং সাহেব আলী মারা যান। আহত অপর দুইজনের অবস্থা আশংকাজনক হলেও তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানিয়েছেন, মহাসড়কে দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করেছে এবং বাসটি আটক করেছে।