প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১:৩১
ঝালকাঠির রাজাপুর উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে ইটভাটার চুল্লি ভেঙে দেওয়া হয়, ইট ধ্বংস করা হয় এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে গালুয়া ইউনিয়নের সেভেন স্টার ব্রিকফিল্ডে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সেভেন স্টার ব্রিকফিল্ড কোনো ধরনের লাইসেন্স বা পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধন ২০১৯)-এর ধারা ৪ ও ৫ লঙ্ঘনের দায়ে ইটভাটার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে ব্রিকফিল্ডের আগুন নিভিয়ে দেওয়া হয় এবং চুল্লি ভেঙে ফেলা হয়। ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে ভাটার ইটগুলো পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদফতরের বরিশাল ও ঝালকাঠি অঞ্চলের সহকারী পরিচালকগণ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, ঝালকাঠি জেলা পুলিশ ও রাজাপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, “পরিবেশ অধিদফতরের ছাড়পত্র বা লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা স্থাপন বা পরিচালনার সুযোগ নেই। এটি পরিবেশ এবং জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেছেন, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা উচিত।