প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২৩:৩৪
ঝালকাঠির রাজাপুরে ১০৮ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটিতে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের লোক থাকার অভিযোগ তুলে ১৩ সদস্য পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে রাজাপুর সাংবাদিক ক্লাবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগকারীদের পক্ষে আনভির মাহিম লিখিত বক্তব্যে জানান, বৃহস্পতিবার ঘোষিত জাতীয় নাগরিক কমিটির তালিকায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের লোকজন অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটিতে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অনেকের নাম রাখা হলেও তাদের কোনো সম্মতি নেওয়া হয়নি। পাশাপাশি এমন অনেকের নাম তালিকায় রয়েছে যারা কমিটিতে থাকতে আগ্রহী নন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন মো. নাইম হোসেন, আল ইমরান, তরিকুল ইসলাম মারুফ, আল শাহরিয়ার নিবির, তানভির আহমেদ সাকিব, আনভির মাহিম, আশরাফুল হোসেন ইমন, সাকিবুল ইসলাম, জাহিদ হাসান রিফাত, নাকিব, হৃদয় তালুকদার, নওশীন আঞ্জুম রোহান, এবং মাইনুল ইসলাম।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সাংগঠক মশিউর রহমান বলেন, ঢাকায় বসে কারা আন্দোলনে যুক্ত ছিলেন তা নিশ্চিত করা কঠিন। রাজাপুর থেকে প্রেরিত তালিকার ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। তবে অভিযুক্তদের নাম অন্তর্ভুক্ত করার বিষয়টি খতিয়ে দেখা হবে।
রাজাপুরের প্রতিনিধি তাইমুর হায়দার সজীব জানান, যে কেউ সদস্য হতে পারে এবং ইচ্ছা করলে চলে যেতে পারে। এটি একটি ফ্যাসিস্ট বিরোধী এবং দুর্নীতিবিরোধী কমিটি। সদস্যদের আসা-যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই।