প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ১৭:২৬
খাগড়াছড়ির গুইমারায় যৌথবাহিনীর অভিযানে জেএসএস (সংস্কার) এর দুই কর্মীকে অস্ত্রসহ আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার ডাক্তারটিলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন গুইমারার ফেরকুমা কারবারি পাড়ার গৃদ্বিজয় ত্রিপুরার ছেলে জসিম ত্রিপুরা এবং কলাবাড়ী এলাকার বাচ্চু মিয়ার ছেলে মনজুর আলম।
পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্প থেকে সার্জেন্ট মোঃ কুতুব উদ্দিনের নেতৃত্বে তাদের আটক করা হয়। অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, সাত রাউন্ড কার্তুজ, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি বাটন মোবাইল এবং নগদ ১,৮৬৮ টাকা উদ্ধার করা হয়েছে।
গুইমারা থানার ওসি আরিফুল আমিন জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে দ্রুত আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এলাকাবাসীর মতে, পাহাড়ি এলাকায় অস্ত্রধারী গোষ্ঠীগুলো চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে, যা স্থানীয়দের জীবনে অস্বস্তি সৃষ্টি করছে। দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এ সমস্যার সমাধান অসম্ভব।