প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০:২৪
মাদারীপুরের ডাসারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের পক্ষ থেকে কম্বল উপহার বিতরণ করা হয়েছে। ডাসার উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এবং কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের সৌজন্যে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ডাসার উপজেলা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে তাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, মাদারীপুর জর্জকোর্টের অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মোঃ সাইফুর রহমান এবং ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ উল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ সিকদার, জেলা মুক্তিযোদ্ধা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আকতার হোসেন, কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী এবং যুদ্ধকালীন কমান্ডার মোঃ হাকিম তালুকদার।
অনুষ্ঠানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ডাসার উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন তালুকদার, আঃ রব তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মুন্সি এবং সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান।
ডাসার যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দও এ অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘‘বীর মুক্তিযোদ্ধারা জাতির গৌরব। তাদের সম্মান জানানোর জন্য এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।’’