https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কালিয়াকৈরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু, তদন্তে নতুন মোড়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১:৫৯

শেয়ার করুনঃ
কালিয়াকৈরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু, তদন্তে নতুন মোড়

গাজীপুরের কালিয়াকৈরে তাজবির হোসেন শিহান (২৬) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হানিফ স্পিনিং মিলের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত তাজবির হোসেন শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার বাসিন্দা তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিলেন এবং উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ঘটনার পর নিহতের পিতা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তে মোবাইল ফোনের সূত্র ধরে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাই চক্রের ছয়জনকে শনাক্ত করে পুলিশ। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ ঘটনার বিস্তারিত তুলে ধরে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শিহান অফিসে যাওয়ার পথে হানিফ স্পিনিং মিলের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। তারা তাকে হাটুতে ছুরিকাঘাত করে মোবাইল ফোন, স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ডসহ মানিব্যাগ ও হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলেই শিহানের মৃত্যু হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলো:

১. ময়মনসিংহ ধোবাউরা উপজেলার আমগাছীহান্দা গ্রামের হালিমউদ্দিন সরওয়ার হোসেন (২৮), তিনি তাকওয়া পরিবহনের চালক।

২. কুড়িগ্রাম রৌমারি উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের নাজিম উদ্দিন (৩৫), তিনি সিএনজি চালক।

৩. কুড়িগ্রাম ওলিপুর থানার মধুপুর গ্রামের ফুল ইসলাম (৪২), সিএনজি চালক।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

৪. লক্ষ্মীপুর সদরের জামেরতলী গ্রামের জুয়েল (২৪), তিনি আজমেরি বাসের হেলপার।

৫. জয়পুরহাটের মোহনপুর গ্রামের মোঃ মিলন (২৭), তিনি তাকওয়া বাসের স্টাফ।

৬. ভোলার চরফ্যাশনের সুলতান বয়াতির ছেলে আনোয়ার হোসেন (৩৫), তিনি চায়ের দোকানদার এবং মোবাইল চোরাই কারবারি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পুলিশ আরও জানায়, প্রথমে চোরাই মোবাইলের কারবারি আনোয়ার হোসেনের কাছ থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করা হয়। এরপর সোমবার রাতে সালনা, কোনাবাড়ি, বাসন ও টঙ্গীতে একাধিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেন, “তদন্তের ভিত্তিতে আমরা মোবাইল ফোনের সূত্র ধরে কাজ শুরু করি। পরে ছিনতাইকারী চক্রের ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তদের ঢল

গোয়ালন্দে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তদের ঢল

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার রবিউল্লাহ বেপারী পাড়ায় মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে ইসলামী তাওহীদি জনতার উদ্যোগে এক বিশাল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্রতা ও ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয়সহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত কবি আল্লামা মুহিব খাঁন। প্রধান বক্তা হিসেবে মূল্যবান

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ২১৪ রোহিঙ্গা আটক, বড় ধরনের বিপর্যয় রোধ করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ২১৪ রোহিঙ্গা আটক, বড় ধরনের বিপর্যয় রোধ করল নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীর তৎপরতায় বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ২১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা সবাই অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা দুর্জয়’ সেন্টমার্টিন্স থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে একটি সন্দেহজনক মাছ ধরার নৌকার গতিবিধি লক্ষ্য করে। তাৎক্ষণিকভাবে নৌবাহিনী জাহাজটি ‘এফভি কুলসুমা’ নামের ওই নৌকার গতিপথ রোধ করে। পরে তল্লাশি চালিয়ে

সরিষাবাড়ীতে ভিক্ষুকের কান কেটে দেওয়ায়, অভিযুক্ত যুবক আটক

সরিষাবাড়ীতে ভিক্ষুকের কান কেটে দেওয়ায়, অভিযুক্ত যুবক আটক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভিক্ষারত অবস্থায় এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুকের কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। [https://enews71.com/storage/NOaajZvSwiZtp7CpxnI6SN3a7959MZoj3BcIZhAB.jpg]IMG_3330.jpeg 303.71 KB [https://enews71.com/storage/NOaajZvSwiZtp7CpxnI6SN3a7959MZoj3BcIZhAB.jpg] মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত ভিক্ষুকের নাম আব্দুস

স্ত্রী তালাক দেয়ায় পাপমুক্তির জন্য দুধ দিয়ে গোসল !

স্ত্রী তালাক দেয়ায় পাপমুক্তির জন্য দুধ দিয়ে গোসল !

বরগুনার বামনা উপজেলায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। হেলাল ফকির নামের এক যুবক, স্ত্রী তাকে তালাক দেওয়ার পর নিজেকে ‘পাপমুক্ত’ করতে ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছর আগে হেলাল ফকিরের সঙ্গে এক নারীর বিবাহ

কমলগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

কমলগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

মৌলভীবাজার জেলায় টানা কয়েকদিন ধরে তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দীর্ঘদিন ধরে দেখা নেই বৃষ্টির। বৃষ্টি না হওয়ায় জেলার চা বাগানসহ বিভিন্ন ফসলি জমির ফসল পুড়ে যাচ্ছে। পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে এ জেলাবাসী। আর তাই প্রশান্তির বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন জেলার কমলগঞ্জ উপজেলার মুসল্লিরা। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়ন বাঘমারা জামে