https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী নিশিতা ইকবাল নদী গ্রেপ্তার, অতঃপর রিমান্ডে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১:১

শেয়ার করুনঃ
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী নিশিতা ইকবাল নদী গ্রেপ্তার, অতঃপর রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাতের কোনো এক সময় তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। 

এছাড়া, রেজাউল মল্লিক জানান, নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তারের পেছনে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে, কী ধরনের মামলা রয়েছে তা এখনও বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। 

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার, এবং ঐ দিনই এই ছাত্রসংগঠনটিকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়। এর পর থেকে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছিল। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
নিশিতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একদিকে, ছাত্রলীগের সাবেক নেত্রীর গ্রেপ্তারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে কিছু মহল এই গ্রেপ্তারের সাথে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেও মন্তব্য করছেন। 

এখন পর্যন্ত নিশিতা ইকবাল নদীর বিরুদ্ধে কোন অভিযোগের ভিত্তিতে তার গ্রেপ্তার করা হয়েছে, তা বিস্তারিতভাবে জানানো হয়নি। তবে তার গ্রেপ্তার পরবর্তী সময়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূরুঙ্গামারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভূরুঙ্গামারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উচ্চ ফলনশীল আউশ ধানের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এসব বিতরণ করা হয়। উপজেলার দশ ইউনিয়নের ৪০০ জন কৃষককে এসব উপকরণ দেয়া হয়। প্রত্যেক কৃষক ৫ কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ এবং ১০

হবিগঞ্জে কৃষকের জমিতে বিষাক্ত স্প্রে, সোনালী স্বপ্ন ম্লান

হবিগঞ্জে কৃষকের জমিতে বিষাক্ত স্প্রে, সোনালী স্বপ্ন ম্লান

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের লাম্বাদড়াল হাওর এলাকায় দুই বর্গাচাষি কৃষকের প্রায় ৯৮০ শতাংশ (৩৫ খের) জমির বোরো ধান বিষাক্ত কীটনাশক স্প্রে করে নষ্ট করা হয়েছে। এতে কৃষক মো. রুবেল মিয়া ও আমজদ আলীর স্বপ্ন ভেঙে গেছে। কৃষকরা জানিয়েছেন, তারা এই জমিতে বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন এবং এতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছিল। তবে দুর্বৃত্তদের এই আক্রমণ তাদের

হাইওয়েতে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিলেন অতিরিক্ত আইজি

হাইওয়েতে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিলেন অতিরিক্ত আইজি

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া বুধবার (২৬ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রীমুড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা পরিদর্শন করেন। এসময় তিনি যাত্রীদের নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি খোলা ট্রাক এবং বাসের ছাদে যাত্রীদের যাতায়াত থেকে নিরুৎসাহিত করেছেন এবং চালকদের ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো, অপ্রয়োজনীয় ওভারটেকিং এবং দ্রুতগতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকার

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

রাজবাড়ীর গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫  উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ১২৮ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। প্রতিবছরের ন্যায় এবারো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য খাবার ও উপহারের ব্যবস্থা করেন

ভূরুঙ্গামারীতে মেধা যাচাই পরীক্ষা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

ভূরুঙ্গামারীতে মেধা যাচাই পরীক্ষা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেধা যাচাই পরীক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভূরুঙ্গামারী সরকারি কলেজ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  উপজেলার বিভিন্ন কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। স্বেচ্ছাসেবী সংগঠন মোটিভেট ভূরুঙ্গামারী এ সেমিনারের আয়োজন করে। অভিভাবকরা সেমিনারটিকে শিক্ষার্থীদের মেধা বিকাশের অনন্য উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন। শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার পর অনুষ্ঠিত উচ্চ শিক্ষা বিষয়ক