প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৪, ২২:৫৫
নওগাঁর আত্রাই উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের সভাপতিত্বে গ্রাম পুলিশের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আত্রাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমউদ্দিন মণ্ডল, মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেন এবং উপজেলার সব গ্রাম পুলিশের সদস্যরা।
মতবিনিময় সভায় ইউএনও মো. কামাল হোসেন গ্রাম পুলিশের প্রতি নানা নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, "গ্রাম পুলিশের সদস্যদের সবসময় সজাগ থাকতে হবে যেন সমাজে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-ছিনতাইসহ যেকোনো অপকর্ম প্রতিরোধ করা যায়। সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আপনাদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
ইউএনও আরও বলেন, "জন্ম ও মৃত্যু নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন করার বিষয়েও আপনাদের মনোযোগী হতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা সঠিকভাবে পালন করতে হবে।"
গ্রাম পুলিশের সদস্যরাও নিজেদের কাজের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং সমাজ থেকে অপরাধ দমন করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত চেয়ারম্যানরা ইউএনও’র উদ্যোগকে সাধুবাদ জানান এবং গ্রাম পুলিশের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ ও দিকনির্দেশনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সভাটি আত্রাই উপজেলার প্রশাসনিক কার্যক্রমে গ্রাম পুলিশ ও স্থানীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।