প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১৮:৩৪
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হাকিমপুর পৌর বিএনপির নেতাকর্মীরা গত শুক্রবার রাতে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন। এই পরিদর্শনের নেতৃত্ব দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক।
শুক্রবার রাত ৮ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেল বহর নিয়ে নেতাকর্মীরা পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শনে বের হন। পরিদর্শনের সময় তারা পূজা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
নাজমুল হক বলেন, “বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা সকল পূজা মন্ডব পরিদর্শন করছি। আমাদের লক্ষ্য হল সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।” তিনি উল্লেখ করেন, বিএনপির নেতাকর্মীরা পূজা মন্ডপ পাহাড়া দেওয়ার কাজ করছেন এবং যে কোনো সমস্যায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার জন্য আহ্বান জানান।
এছাড়া, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীর নেতৃত্বে উপজেলার ২১টি পূজা মন্ডব পরিদর্শনের কাজ চলছে। তারা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতে ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এই উদ্যোগ নিয়েছেন।
হাকিমপুর পৌর বিএনপির এই উদ্যোগের ফলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আনন্দ বাড়িয়ে দিয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। নেতারা আশা প্রকাশ করেন, এই ধরণের কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।