https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে হামলা: নিহত ২, আহত ৫০

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ৪:২৫

শেয়ার করুনঃ
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে হামলা: নিহত ২, আহত ৫০

গোপালগঞ্জের সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলি দিদারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন এবং ১০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিলের গাড়ি বহর যখন ঘোনাপাড়া মোড় অতিক্রম করছিল, তখন হঠাৎই স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায়। তারা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে গাড়িগুলোর ওপর আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই শওকত আলি দিদার ও একজন আরও ব্যক্তি প্রাণ হারান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

আহতদের দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন সাংবাদিকও রয়েছেন, যারা ঘটনাটি কাভার করছিলেন। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার পরিপ্রেক্ষিতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী আওয়ামী লীগকে এই হামলার জন্য সরাসরি দায়ী করে বলেন, "এটি ছিল একটি পূর্বপরিকল্পিত হামলা, যা আমাদের দলের মনোবল ভাঙার উদ্দেশ্যে করা হয়েছে।"

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এদিকে আওয়ামী লীগ নেতারা এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, পরিস্থিতি সম্পূর্ণভাবে অনিয়ন্ত্রিত হয়ে পড়েছিল, এবং দলীয়ভাবে এই ধরনের কোনো নির্দেশনা ছিল না।

পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

 গাছের দাম নিয়ে দ্বন্দ্ব, ছেলের হাতে মায়ের মৃত্যু জামালপুরে

গাছের দাম নিয়ে দ্বন্দ্ব, ছেলের হাতে মায়ের মৃত্যু জামালপুরে

জামালপুর শহরতলীর চন্দ্রা ঘুন্টি এলাকায় পারিবারিক দ্বন্দ্বের রক্তক্ষয়ী পরিণতিতে এক মায়ের প্রাণ ঝরে গেছে নিজেরই ছেলের হাতে। গাছ কাটাকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের শিকার হন ৫০ বছর বয়সী মঞ্জিলা বেগম, যাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে তার বড়

নোয়াখালীতে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন

নোয়াখালীতে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন

নোয়াখালী সদর উপজেলার করিমপুর এলাকার এক যুবক বাবর হোসেন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‍্যাব-১১। ব্যাটারিচালিত অটোরিকশা চালক বাবর নিখোঁজ ছিলেন ৯ এপ্রিল রাত থেকে। ওই রাতেই ভাড়া নিয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও ব্যর্থ হন। চারদিন পর ১১ এপ্রিল দুপুরে সদর উপজেলার কোম্পানিঘাট এলাকার একটি কবরস্থানের পাশে একটি সবজি

পবিপ্রবি শিক্ষার্থীর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু

পবিপ্রবি শিক্ষার্থীর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে, আর সেই মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ। নিহত শিক্ষার্থীর নাম হুসাইন মোহাম্মদ আশিক। তিনি কৃষি অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দা নুর-আলম সরকারের ছেলে। সোমবার বিকেল ৩টার দিকে দুমকি জনতা কলেজ মাঠ সংলগ্ন একটি পুকুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যায়, ফুটবল খেলার

কমলগঞ্জে বসতঘরে অগ্নিদগ্ধ দুরুদ মিয়া চিকিৎসাধীন অঅবস্থায় মারা গেলেন

কমলগঞ্জে বসতঘরে অগ্নিদগ্ধ দুরুদ মিয়া চিকিৎসাধীন অঅবস্থায় মারা গেলেন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী হাজী মো. দুরুদ মিয়া। তিনি উপজেলার বড়গাছ গ্রামের বাসিন্দা এবং শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।   গত শনিবার ভোরে উপজেলার চৌমুহনী চত্বর এলাকার নিজ বাসায় আগুন লাগে। এ সময় ঘরের ভেতরে ছিলেন দুরুদ

মেলায় নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

মেলায় নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

নোয়াখালীর বেগমগঞ্জে ঘটে যাওয়া একটি হৃদয়বিদারক হত্যাকাণ্ডে স্বামী তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। সোমবার রাত পৌনে ৮টার দিকে একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের ওরসের মেলায় এই ঘটনা ঘটে। নিহতের নাম লাকী বেগম (১৯), যিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং নিহতের স্বামী মো. শাকিব (২০) তাকে হত্যা করেছেন। শাকিবকে পুলিশ তাৎক্ষণিক আটক করেছে।  নিহত লাকী বেগমের মা শেফালী বেগম জানিয়েছেন,