প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ২:২
দিনাজপুরের হিলি স্থলবন্দর, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিসেবে পরিচিত, সম্প্রতি ব্যবসায়ী গতি বৃদ্ধি ও ব্যবসায়ীবন্ধব বন্দর গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে। রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নতুন কমিটির নেতৃবৃন্দ এই মতবিনিময় সভার আয়োজন করেন।
সভায় সভাপতিত্ব করেন সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও থানা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান। স্বাগত বক্তব্য রাখেন কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শাহিনুর ইসলাম শাহীন। তিনি তার বক্তব্যে বলেন, "হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর হওয়া সত্ত্বেও বর্তমানে এই বন্দরের ব্যবসায়ী গতি প্রায় স্থবির হয়ে পড়েছে। আগে যেখানে ২৫০-৩০০ ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করত, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৬০-৭০ ট্রাকে। তাই ব্যবসায়ী গতি বৃদ্ধি ও ব্যবসায়ীবান্ধব বন্দর গড়তে আমরা সকল পদক্ষেপ গ্রহণ করতে চাই। এই লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ চাই।"
কমিটির অন্যান্য সদস্যরা তাদের বক্তব্যে বলেন, "হিলি বন্দরের কিছু বৈষম্য রয়েছে, যা দ্রুত দূর করতে হবে। ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সোনা মসজিদ ও ভোমড়া স্থলবন্দর বিশেষ সুবিধা পাওয়ায় এই বন্দরের ব্যবসায়ী গতি কমে গেছে।"
প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ সভায় বলেন, "আমদানি কারকরা যখন ভারত থেকে পণ্য আমদানি করবে, তখন সরকারি রাজস্ব আহরণ হবে। অন্য বন্দর দিয়ে আমদানি করা পণ্য কেন হিলি বন্দর দিয়ে আমদানি হবে না, তা নিশ্চিত করতে হবে। বিভিন্ন দপ্তরের সাথে কথা বলে এবং ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আপনাদের ন্যায্য দাবি তুলে ধরুন।"
সভায় সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, "আমরা হিলি বন্দর থেকে সরকারি রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ব্যবসায়ীবান্ধব বন্দর গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। যেকোনো প্রতিবন্ধকতা আসুক, আমরা একসঙ্গে তা মোকাবিলা করব। আগামীকাল সকালে বন্দরের বিভিন্ন ট্রাক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করব এবং বিকেলে জিরো পয়েন্টে ভারতীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক করব।"
তিনি হিলি স্থলবন্দরের রাস্তা ঘাটের উন্নয়ন এবং পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের বিরুদ্ধেও প্রতিবাদ জানান এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সহ-সভাপতি মুশফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, প্রচার সম্পাদক সাংবাদিক শফিকুর রহমান শফিক, সদস্য মানিক মিয়া, মিঠু আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সাংবাদিক সামছুল আলম, রমেন বসাক, সাজ্জাদ হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এই মতবিনিময় সভার মাধ্যমে হিলি স্থলবন্দরকে পুনরুজ্জীবিত করতে এবং ব্যবসায়ী গতি বৃদ্ধি করতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।