প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৪, ২:৭
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটো রিকশা চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার একটি অটোরিকশার গ্যারেজে ব্যাটারিতে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জহিরুল ইসলাম নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের (মধ্যপাড়া) এলাকায় আটোরিকশার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. সোহাগ রানা।নিহত মোহাম্মদ জহিরুল ইসলাম উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের (পশ্চিমপাড়া) এলাকার মৃত আমির খানের ছেলে এবং পেশায় ব্যাটারিচালিত অটোরিক্সা চালক ছিলেন।