প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০:১২
দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের মানুষ যেন সুন্দর ও সুষ্ঠ পরিবেশে বসবাস করতে পারে সেই লক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ.ন.ম. নিয়ামত উল্লাহ এর সাথে মতবিনিময় করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা।
রবিবার (১৮ আগষ্ট) সকাল দুপুর দুইটায় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত এর কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ দুলাল হোসেন পিপিএম, এসআই হামিদুল ইসলাম, জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সভাপতি ডা. নূরে আলম সিদ্দিক, থানা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সভাপতি ক্বারি মাওঃ মোঃ লুৎফর রহমান, জেলা কমান্ডার মুশফিকুর রহমান, জেলা ইসলামি যুব আন্দোলন এর সহ-সভাপতি মোঃ মশিউর রহমান, জেলা মুজাহিদ কমিটির প্রচার সম্পাদক আব্দুর রশিদ, থানা ইসলামি যুব আন্দোলনের সহ-সভাপতি মোকসেদুল, সাধারণ সম্পাদক মোঃ আবু রাইহান, বায়তুল মাল বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা প্রচার আব্দুর রশিদ, থানা মুজাহিদ কমিটির সাঃ সম্পাদক আলহাজ্ব মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন, আলহাজ্ব মোজাহার আলী, মুশফিকসহ আরও অনেকে।
এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা হাকিমপুর হিলিতে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বিষয়ে তুলে ধরলে সহকারী পুলিশ সুপার নিয়ামত উল্লাহ হিলিকে শতভাগ মাদক মুক্ত করা সহ বিভিন্ন অপরাধ দমন করতে সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতার আহবান করেন।
এরপর ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময়ের কথা বলেন।