প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১৮:৫৪
ভারতের স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি শেষে আজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে স্বাভাবিক ছিলো বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম ও উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।
শনিবার (১৭ আগষ্ট) হিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ১৫ আগষ্ট ভারতের স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি শুক্রবার দুই দিন বন্ধের পরে আজ শনিবার সকাল থেকে হিলি বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি পূর্বের নিয়মে শুরু হয়েছে। তবে বন্দরে সকল কার্যক্রম স্বাভাবিক ছিলো।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, ভারতের স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।