প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ৩:৩২
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতি ছাত্র-জনতা আন্দোলনে নিহত শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দিনাজপুরের হিলিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগষ্ট) বিকেল সাড়ে 5 টায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলা হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে খালেদা জিয়ার সুস্থতা ও ছাত্র-জনতা আন্দোলনে নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, সাবেক মেয়র ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খাঁন, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, পৌর যুবদলের আহবায়ক মাজারুল ইসলাম রাজ,
উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব শাহাদত হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক চঞ্চল আহম্মেদ, পৌর যুবদলেন যুগ্ম আহবায়ক কাউছার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন, আসমান হোসেন বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।