প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ৩:৩৪
পটুয়াখালীতে আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৪আগস্ট) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।
সভায় সেনাবাহিনীর কমান্ডিং অফিসার কর্নেল মোহসীন হাসান, পুলিশ সুপার আবদুস ছালাম, জেলা আনসার কমান্ড্যান্ট, জেলা বিএনপি, জামায়াত ইসলামীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্টেকহোল্ডারগন উপস্থিত ছিলেন।
এসময় জেলাবাসীর সার্বিক নিরাপত্তা ও বিভিন্ন অনিয়মের বিষয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দেয়া হয়।