প্রকাশ: ৬ আগস্ট ২০২৪, ২২:৫০
শেখ হাসিনার দেশ ত্যাগ এবং সরকার পতনের খবরে উচ্ছ্বসিত সরাইল উপজেলার আপামর জনগণ। আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। এসময় মিষ্টি বিতরণ করা হয়।শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে। কুরআনের ভাস্কর্য থেকে ছবি মুছে দেওয়া হয়।এদিকে, সোমবার ৫ আগস্ট দুপুর সাড়ে চারটার দিকে সরাইল উপজেলা উচালিয়া পাড়া মোড়ে ডাচ বাংলা ব্যাংকের উপরে ওয়ালটন শোরুমে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।পরে উপজেলার ফায়ার সার্ভিস এসে আগুন
নিয়ন্ত্রণ করে। অপর দিকে উপজেলা পরিষদ মহিলা -ভাইস চেয়ারম্যান মো. রোকেয়া বেগমের কালিকচ্ছের বাসায় ভাঙচুর করে। একই সময়ে সরাইল সদর ইউপি বড্ডা পাড়া গ্রামে সরাইল- নাসিরনগর সড়কে পাশে সম্রাট ফার্নিচার মালিক মো. ফয়সাল আহমেদ দুলাল মৃধা বাড়িতে ভাঙচুর পরে আগুন দেয়। আগুন দেওয়ার সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পুড়ে যাওয়া মোটরসাইকেল টি একজন সংবাদকর্মী বলে জানাযায়।