https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কুয়াকাটায় দু’টি খাবার হোটেলে ৩ লাখ টাকা জরিমানা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জুলাই ২০২৪, ১:৩৮

শেয়ার করুনঃ
কুয়াকাটায় দু’টি খাবার হোটেলে ৩ লাখ টাকা জরিমানা

পটুয়াখালীর কুয়াকাটায় অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরী, হোটেলের বর্জ ও ময়লার পানি সমুদ্রে ফেলার অপরাধে বৈশাখী রেস্তোরা ও গাজী রেস্তোরা নামক দু’টি খাবার হোটেলকে দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মেদ এ জরিমানা আদায় করেন।

জানাগেছে, কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া খাবার হোটেল দু’টি হোটেলের বর্জ এবং ময়লা পানি পাইপ দিয়ে সমুদ্রে ফেলে আসছিলো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট কৌশিক আহম্মেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে থাবার তৈরী,সরবরাহ এবং হোটেলের বর্জ ও ময়ংলা পানি সমুদ্রে ফেলে পরিবেশ দুষণ করছিলো। প্রাথমিকভাবে সতর্ক করার জন্য এ জরিমানা করা হয়েছে। নিরাপদ ও স্বাস্থ্য সম্মত খাবার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

https://enews71.com/storage/ads/01JPGKM6HF6Z9KMXY1REE9WXY0.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JP5YKC7WPY9CJWY37XZPWKM0.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৭ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৭ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ার চুনতি এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।   প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকবার থামানোর চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের

শহীদ গণির পরিবারের পাশে এ্যাড. আসলাম, ঈদে উপহার ও সহায়তা

শহীদ গণির পরিবারের পাশে এ্যাড. আসলাম, ঈদে উপহার ও সহায়তা

ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবদুল গণি শেখের পরিবারে ঈদের আনন্দ নেই। রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার বাসিন্দা গণি শেখ রাজধানীর গুলশানের একটি হোটেলে কাজ করতেন। গত বছরের ১৯ জুলাই কর্মস্থলে যাওয়ার পথে সংঘর্ষের মধ্যে পড়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েন তার স্ত্রী লাকি আক্তার, উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ছেলে আলামিন

আত্রাইয়ে ছাত্রদলের নিরাপদ সড়ক অভিযান: ঈদযাত্রায় সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ

আত্রাইয়ে ছাত্রদলের নিরাপদ সড়ক অভিযান: ঈদযাত্রায় সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ

নওগাঁর আত্রাইয়ে ঈদযাত্রাকে নিরাপদ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা ছাত্রদল। সোমবার ও মঙ্গলবার উপজেলা সদরসহ বিভিন্ন ব্যস্ততম সড়কে তারা সচেতনতামূলক প্রচারণা চালায়। মুছে যাওয়া গতিরোধক চিহ্ন পুনরায় ফুটিয়ে তোলা হয় এই অভিযানে।   জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ মনোয়ার হোসেন লোটাসের পরিকল্পনায় এ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল হোসেন। তিনি জানান, গতিরোধক চিহ্ন অস্পষ্ট থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ঈদে যাত্রীদের

কুমিল্লায় বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ২৫

কুমিল্লায় বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ২৫

কুমিল্লার চান্দিনায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পালকি সিনেমা হল সংলগ্ন ইন্দ্রারচর এলাকায় তিশা প্লাস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছে ধাক্কা দেয়।   ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও দুইজন মারা যান। চিকিৎসক সুবল দেবনাথ জানান, বেশ কয়েকজন

গোয়ালন্দে ইঞ্জিনিয়ারদের ঈদ পুনর্মিলনী ও সম্মাননা অনুষ্ঠান

গোয়ালন্দে ইঞ্জিনিয়ারদের ঈদ পুনর্মিলনী ও সম্মাননা অনুষ্ঠান

রাজবাড়ীর গোয়ালন্দে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে গোয়ালন্দ বাজারে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।   অনুষ্ঠানে প্রয়াত দুই ইঞ্জিনিয়ার নাজমুল আলম ও সামসুদ্দিন মোল্লাকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি নয়জন প্রবীণ ইঞ্জিনিয়ারকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।