বৈরী আবহাওয়ার কারণে সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল পাঁচটার দিকে এ সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা সাতটা পর্যন্ত লঞ্চ চলাচল শুরু হয়নি।
লঞ্চ চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক আলমগীর কবীর।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ৪৭টি লঞ্চ ঢাকা নদীবন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বিকেল পাঁচটার পর ঢাকা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। যদিও এটি আনুষ্ঠানিক কোনো ঘোষণা না। আবহাওয়া পরিস্থিতি ঠিক হলে লঞ্চ চলাচল শুরু হবে।