প্রকাশ: ১২ জুন ২০২৪, ২:১
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা’ শীর্ষক জেলা কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’ মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলা কর্মশালা তুফান কনভেশন সেন্টার এন্ড রিসোর্ট অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রসাশক(শিক্ষা) শেখ মইনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রসাশক জনাব মোহাম্মদ হুমায়ন কবীর,জনাব মোঃ সজীব খান,পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার,সাতক্ষীরা,বিশ্বজিৎ সাধু,সভাপতি হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান,ঐক্য পরিষদ,সাতক্ষীরা,সুভাস চন্দ্র ঘোষ,সভাপতি বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ,সাতক্ষীরা।
স্বাগত বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সাতক্ষীরা জেলার সহকারী প্রকল্প পরিচালক অপূর্ব আদিত্য।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা উপজেলা হিন্দু ধর্মীয় নেতা,মন্দিরের সভাপতিসহ মন্দিরভিত্তিক প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা স্কুলের শিক্ষক ও শিক্ষিকা। কর্ম অধিবেশনে ৫টি গ্রুপভিত্তিক আলোচনা শেষে সমন্বয়কারীরা বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। সুপারিশসমূহ এসডিজি’র অভিষ্ট অর্জনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-ষষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন আলোচকরা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রিয়ংকা শিকদার সহকারী প্রকল্প পরিচালক, মন্দির ভিত্তিক শিশুও গণশিক্ষা কার্যক্রম,খুলনা।