প্রকাশ: ৩ জুন ২০২৪, ১:৪৪
মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেড় ধরে আবুল কাশেম তালুকদার (৬৮) নামে এক বাজার কমিটির সভাপতির ডান পায়ের রগ কর্তন ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আজ ৩ রা জুন সোমবার সকালে এ ঘটনা ঘটে।
আবুল কাশেম তালুকদার উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার মহরদ্দিরচর গ্রামের সোনাবালী তালুকদারের ছেলে ও সমিতিরহাট বাজার কমিটির সভাপতি।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সমিতিরহাট বাজার কমিটির সভাপতি আবুল কাশেম তালুকদার সকালে বাড়ি থেকে সমিতিরহাট বাজারে যান। এসময় বাজারে ওৎ পেতে থাকা একই এলাকার রাসেল খা, ফয়সাল তালুকদার, সোহেল মৃধা, হাচেন হাওলাদার ও আজিজুলসহ বেশ কয়েকজন মিলে পূর্ব শত্রুতার জের ধরে আবুল কাশেমকে চাপাতি দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে এবং তার ডান পায়ের রগ কেটে ফেলে পালিয়ে যায়।
পরে তাকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতের ছেলে ইউপি সদস্য মোঃ তাইজুল ইসলাম বলেন, আমার বাবাকে অতর্কিত ভাবে কুপিয়ে জখম ও পায়ের রগ কর্তন করেছে রাসেল খা, ফয়সাল তালুকদার, সোহেল মৃধা, হাচেন হাওলাদার ও আজিজুলসহ অনেক লোকজন। যেমন ভাবে আমাকেও কুপিয়ে ছিল। সে মামলাটি আদালতে এখন চলমান রয়েছে।
অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের এলাকায় পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল আল-মামুন জানান, বিষয়টি জানতে পেরেছি। তদন্ত চলছে অপরাধীদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হবে।