প্রকাশ: ৩০ মে ২০২৪, ১:২৭
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১২টায় সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শের আলম মিয়া। তিনি বলেন, উপজেলা মাদক, দাঙ্গা ও সরকারি জায়গা দখল ও দুর্নীতিমুক্ত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. হানিফ আহমেদ, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সায়বা সাবরিনা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা.জান্নাত সুলতানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার,এসময় বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো.মোস্তাফি জুর রহমান, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির।
শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা. আছমা বেগম, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া,বীর মুক্তিযোদ্ধা সাহের উদ্দিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধান উপস্থিত থেকে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মাদকও আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া বলেন, প্রতিটি ইউনিয়নে আইন শৃঙ্খলা কমিটি সভা রয়েছে সেই কমিটির সকল সদস্যকে সভা করতে হবে। সেই সভায় আমরা উপস্থিত থাকবো।এলাকার দাঙ্গা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এই সভা অত্যন্ত জরুরী। এর আগে সকালে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শের আলম মিয়া'র সভাপতিত্বে পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা ও বিভিন্ন উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপস্থিত বক্তারা ও এক সাংবাদিক দাবী করে বলেন,জাতীয় নদী কমিশনের নির্দেশনা ও যারা নদীর জায়গা দখল করেছে তাদেরকে সরকারি জায়গা ছাড়তে চিঠি প্রেরণ করায় ।দখলদাররা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মামলার হুমকি দিয়ে যাচ্ছে। সরকারি জায়গা উদ্ধার করা এ চলমান প্রক্রিয়া।তারা সরকারের উচ্ছেদের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে মামলা করার হুমকি দিয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানান।
উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় বক্তারা দাবি করেছেন,অরুয়াইলে সকল সরকারি সম্পত্তি উদ্ধার করতে। প্রশাসনের সঙ্গে সহযোগিতা সহ এলাকার সকল মানুষকে দখলদারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা আরোও বলেন, সরকারি জায়গায় উদ্ধারের সময় প্রশাসনের সঙ্গে আমরাও সাথে থাকবো।