প্রকাশ: ৩ মে ২০২৪, ১:৩৪
হেমেন্দ্র দেবনাথ নামের এক যুবক হিন্দু সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মো. হিমেল তালুকদার।
শুক্রবার (৩ মে) জুমআর নামাজের পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা শাহী জামে মসজিদে তাকে কালেমা পাঠ করান ওই মসজিদের খতিব মাও, খালেদ সাইফুল্লাহ আল হুদা, পেশ ইমাম মাওলানা শেখ মো. আমান উল্লাহ উপস্থিত থেকে হিমেলকে গ্রহন করে নেন।
এরআগে তিনি ব্রাহ্মণবাড়িয়া কোর্ট থেকে (১২৫ নম্বর) গত ১২,১,২০২৩ তারিখে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। তার বাড়ি সরাইল উপজেলার সদরের নাথপাড়া গ্রামের বাসিন্দা। তিনি এক হোমিওপ্যাথিক চিকিৎসক।