https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ মে ২০২৪, ০:৪

শেয়ার করুনঃ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা

নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সকালে প্রেসক্লাবের সামনে থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সময় সাংবাদিক নির্যাতন বন্ধ করা, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিক দম্পতি সাগর রুনি ও নোয়াখালী মুজাক্কিরের খুনিদের বিচারের দাবিতে ফেস্টুন প্রদর্শণ ও  শ্লোগান দেন সাংবাকিরা।

শোভাযাত্রা শেষে প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে দিবসের প্রতিপাদ্য "ধরিত্রীর জন্য সংবাদমাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মাসুদ পারভেজ, সহ সভাপতি শাহ এমরান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আনোযারুল হায়দার, দৈনিক চলতিধারা সম্পাদক এমবি আলম, হাতিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন, কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম বিপ্লব।

বক্তাগণ বলেন, আমাদের পৃথিবী মানবীয় কর্মকাণ্ড ও পরিবেশগত অন্যান্য পরিবর্তনের কারণে মানুষসহ অন্যান্য  জীবের বসবাসের জন্য ক্রমাগত অনুপোযোগী হয়ে পড়ছে। এই পরি তাই ধরিত্রীকে রক্ষা করতে এবং পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড রোধ করতে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। এজন্য পরিবেশের ক্ষতি করে এবং জলবায়ু পরিবর্তনসহ সব ধরনের দূষণ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি নীতি নির্ধারণী মহলের দৃষ্টিতে আনতে কাজ করবে সাংবাদিকরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

ফুলবাড়ী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শহীদ সম্পাদক ডিফেন্স নির্বাচিত

ফুলবাড়ী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শহীদ সম্পাদক ডিফেন্স নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের ২০২৫-২৬ বর্ষের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সর্বসম্মতি ক্রমে (কন্ঠ ভোটে) দৈনিক ইনকিলাব প্রতিনিধি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদকে সভাপতি এবং দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্সকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ১৩ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভায় কন্ঠ ভোটে

বরিশালে দুই সাংবাদিককে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার

বরিশালে দুই সাংবাদিককে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার

বরিশালের নগরের কোর্ট কম্পাউন্ডে দুই সাংবাদিককে মারধর এবং তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো: আলমাসকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে এবং পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ ২৮ মার্চ গভীর রাতে বান্দ রোড থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আলমাসকে আদালতে পাঠানো হবে এবং বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। কোতোয়ালি

ভূরুঙ্গামারী প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা

ভূরুঙ্গামারী প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছে ভূরুঙ্গামারী প্রেসক্লাব। গত শনিবার দিবাগত রাতে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে ফ্যাসিস্ট দেখিয়ে বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী শাখার আনোয়ার হোসেন আরিফ ও জনৈক কুদ্দুস আলী নামের একব্যক্তি ফেসবুকে একটি ভিত্তিহীন পোস্ট করেন। ভূরুঙ্গামারী প্রেসক্লাব ভিত্তিহীন পোস্টের তীব্র নিন্দা জানিয়েছে। সেই সাথে ভিত্তিহীন মিথ্যা পোস্টদাতাদের বিরুদ্ধে তদন্ত

বরিশাল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের কমিটি গঠন, সভাপতি কাজী মামুন-সম্পাদক তুষার

বরিশাল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের কমিটি গঠন, সভাপতি কাজী মামুন-সম্পাদক তুষার

বরিশাল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাবের সাংবাদিক মাঈনুল হাসান মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন পায়। নতুন কমিটিতে কাজী আল মামুনকে সভাপতি এবং আরিফিন তুষারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। নবগঠিত কমিটির সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে খান রুবেল এবং কোষাধ্যক্ষ পদে সুখেন্দু এদবারকে মনোনীত করা

দরগাহপুর প্রেসক্লাবের নব গঠিত কমিটির অভিষেক

দরগাহপুর প্রেসক্লাবের নব গঠিত কমিটির অভিষেক

দীর্ঘ প্রতীক্ষার পর আশাশুনির দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের নব গঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ নোমান হোসেন। নব গঠিত কমিটির সভাপতি প্রভাষক শেখ আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরগাহপুর কলেজিয়েট