প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ২২:৫১
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যানজট নিরসন করতে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি বিভিন্ন স্পট পরিদর্শনের পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, তীব্র যানজটের কবলে পড়া সরাইলে রয়েছে নানা অব্যবস্থাপনা। সেখানে যানবাহন চলাচলে অনিয়মের পাশাপাশি সড়কের রয়েছে নানান অবৈধ স্থাপনা। সোমবার সকাল থেকে এসব অনিয়ম দূর করতে মাঠে নামেন (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া।
উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান তিনি। যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাত থেকে অবৈধ উচ্ছেদ করেন। এসময়, অন্নদা মোড়ে ফুটপাতে মাল রেখে জনদূর্ভোগ সৃষ্টির দায়ে একজনকে দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া বলেন, সরাইল উপজেলা অন্নদা মোড়ও বকুলতলা যানজট নিরসনে সকলের সহযোগিতা প্রয়োজন।
আজ মঙ্গলবার সরাইল বিশ্ব রোড় মহাসড়কে নির্ধারিত স্থানে বাস,সিএনজি থামানো ও যাত্রী উঠা-নামা করার জন্য বলা হয়েছে। যানজট নিরসনে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ঈদযাত্রা নিরাপদ রাখতে প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ওপুলিশ সদস্যরা উপস্থিত ছিল।