প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৬:৫৮

বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের প্রতি জাতীয় প্রত্যাশাকে সামনে রেখে জোরালো বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় নেছারাবাদ দরবার কমপ্লেক্সের মাহফিল ময়দানে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি বলেন, “একটা সুষ্ঠ নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ার, কোনো ম্যাকানিজম অথবা ভোট কেটে নেওয়ার কোনো পায়তারা চললে আমি আপনাদেরকে বলবো—আপনারা বুলেট হয়ে গর্জন করবেন।”
