প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ৩:৫৯
দিনাজপুরের হাকিমপুর হিলিতে অবৈধ কারখানা গড়ে তুলে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে দুইটি কারখানা মালিককে ৮৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ মার্চ) বিকেল ৫ টায় উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের দেবখন্ডা এলাকায় অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন, হাকিমপুর থানার এসআই হামিদুল ইসলাম প্রমুখ।
অভিযান পরিচালনাকালে ইউএনও অমিত রায় একটি লাইসেন্স দিয়ে দুটি কারখানা পরিচালনার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় রিমা লাচ্ছা সেমাই কারখানা মালিক আব্দুর রাজ্জাক কে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া লাইসেন্স না থাকায় আকাশ লাচ্ছা সেমাই কারখানা মালিক হবিবর রহমান কে ৩৫ হাজার টাকা জরিমানা করারা পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও অমিত রায়।