প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ২২:২০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পাবলিক লাইব্রেরি চত্বরে এ কর্মসূচি পালিত হয়। উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, ইউএনও গোলাম ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজী সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মচারীরা উপস্থিত ছিলেন।