প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ১:২৪
১১মার্চ সোমবার বরগুনার পাথরঘাটায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মৎস্যজীবী এবং জেলেদেরকে সঙ্গে নিয়ে সকাল ১১টায়র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে র্যালিটি শেষ হয়। এতে উপস্থিত উপজেলার প্রায় ২ শত জেলে এবং সকল মৎস্যা কর্মকর্তা কমচারি উপস্থিত ছিলেন।
র্্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাবা সুলতানা নাদিরা জলি এমপি ১১০ বরগুনা -২
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ কুমার দেব বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা, মোস্তফা গোলাম কবির চেয়ারম্যান পাথরঘাটা উপজেলা পরিষদ,জয়ন্ত কুমার অপু উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন প্রমুখ নেতৃবৃন্দ ।
সকলের আলোচনায় মাছধরা জেলেদের অবরোধ নিয়ে কথা বলা হয়। সরকার জনপ্রতি ১৬০ কেজি করে চাল দেয় এবং জেলেদের অনেক সাহায্য করেন এবং সকল জেলেদের জাটকা ধরা বন্ধ করতে হবে যাতে আমাদের জাতীয় ইলিশ বড় হলে আমাদের দেশের সম্পাদ বৃদ্ধি হবে সকল জেলেদের ৬৫ দিন অবরোধ এর ক্ষতি পূরণ করার কথা বলেন জেলা মৎস কমকর্তা।
সকল জেলেদের দাবী পাশের দেশের সাথে অবরোধ এর সময় নির্ধারণ করা। পাশাপাশি এক জেলে মোঃ ইউনুস মিয়া পিতা মোঃ ছাদের আলী ফকির গ্রাম বরই তলা পাথরঘাটা পৌরসভা মাছ শিকার করারত আবস্থাতে মৃত্যু হয়। তার ২ মেয়ে এবং এক ছেলের হাতে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন উপজেলা মৎস কমকর্তা ও জেলা মৎস কমকর্তা সহ সকলে।
সভাপতি হিসেবে দয়িত্ব পালন করেন জবাব মোঃ সালমান হাবিব উপজেলা সহকারী ভুমি কমকর্তা পাথরঘাটা বরগুনা।