প্রকাশ: ৭ মার্চ ২০২৪, ৩:০
ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল- আশুগঞ্জ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন এমপি বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সব যুগে সব জাতি, সম্প্রদায়, গণতন্ত্র ও মুক্তিকামী মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর এই ভাষণ জাতিকে অনুপ্রাণিত করে স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। ইউনেস্কো এই ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল দশটার দিকে সরাইল উপজেলা প্রশাসন আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এমপি মো.মঈন উদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দূরদর্শী নেতা। বঙ্গবন্ধু বুঝেছিলেন,এই দেশ একদিন স্বাধীন হবে।স্বাধীনতা ছাড়া এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না। এমপি আরও বলেন, লাল-সবুজের পতাকা যতদিন উড়বে, যতদিন পদ্মা-মেঘনায় পানি প্রবাহিত হবে। ততোদিন বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে এ ভাষণের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে।তথ্য ও প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ইতিহাসই আমাদের স্বাধীনতার ইতিহাস বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পটভূমি তুলে ধরে বলেন, এ ভাষণের মাধ্যমেই বিশ্বমানচিত্রে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সকালে সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. মেজবা উল আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি মো. মঈন উদ্দিন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা,সরাইল থানা অফিসার ইনচার্জ মো. এমরানুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. নাজমুল হোসেন,সহ রাজনৈতিক নেতা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী,সরাইল থানা এস আই মো. জয়নাল আবেদীন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. আমির খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফ উদ্দিন।আলোচনা সভা পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।