প্রকাশ: ৭ মার্চ ২০২৪, ২:৫৩
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৭ মার্চ সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এম.পির পক্ষে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী ও ইউএনও আসমা খাতুন পুষ্পস্তবক অর্পণ করেন, এ সময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, থানা পুলিশ, পৌরসভা, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য কমপ্লেক্সে শুদ্ধা নিবেদনে অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় ঐতিহাসিক ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের তাৎপর্য ও তুলে ধরে আলোচনা সভায় অংশগ্রহণ করেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান হোসেন, জনস্বাস্থ্য দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার, প্যানেল মেয়র পৌর কাউন্সিলর মেহেদী হাসান প্রমূখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় ৩ ক্যাটাগরির ৬ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।