প্রকাশ: ৭ মার্চ ২০২৪, ১:৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় সাজিদা খাতুন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী রেল সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। সাজিদা ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের হুচারবালা এলাকার শহিদুল ইসলামের মেয়ে।
জানাগেছে, শহিদুল ইসলাম তার মেয়ে সাজিদা সহ সাইকেলে করে পাটেশ্বরী রেল সেতু পার হচ্ছিলেন। এসময় সাইকেলের ভারসাম্য হারিয়ে গেলে সাজিদা সাইকেল থেকে ছিটকে গিয়ে একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে তার নাক, মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয় এবং সে মারা যায়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রবিউল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আক্রান্ত শিশুটির নাক, মুখ ও কান দিয়ে রক্ত ক্ষরণ হচ্ছিল। জরুরি বিভাগে আনার আগেই শিশুটি মারা গিয়েছিল।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, শহিদুল ইসলাম সাইকেলে করে তার মেয়েকে নিয়ে ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিলেন। অপরদিকে ট্রাক সোনাহাট স্থলবন্দরের দিকে যাচ্ছিল। পুরাতন রেল সেতুর ওপর সাইকেলের ব্যালান্স হারিয়ে গেলে শিশুটি ছিটকে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মারা যায়। ট্রাকটি আটক করা হয়েছে।