প্রকাশ: ৬ মার্চ ২০২৪, ২২:২১
সাতক্ষীরা-আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে এবং একজন আহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) ভোররাত্রে আশাশুনি উপজেলার দরগাহপুর কাদাকাটি সড়কের ধাপুয়া ব্রিজে কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের পুত্র নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের পুত্র উইলিয়াম ঘোষ (১৮) এবং আহত অবস্থায় একই গ্রামের তারক ঘোষের পুত্র কর্নেল ঘোষ (১৯) কে আহত অবস্থায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
তারা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে, নিহত নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও আহত কর্নেল ঘোষ মঙ্গলবার কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে একটা যঞ্জ অনুষ্ঠানে যোগদেন । সারারাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোররাত্রে তারা কালীগঞ্জের দিকে রওনা হলে প্রতি মধ্যে দরগাহপুর কাদাকাটি সড়কে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজের কাছে পৌঁছালে নির্মাণাধীন স্থানে কোন নৈশ প্রহরী বা আলো না থাকায় অন্ধকারে ব্রিজের ওয়ালে ধাক্কা লেগে ঘটনাস্থলে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় কর্নেল ঘোষকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়দের অভিযোগ বিগত তিন বছর ধরে ঠিকাদার প্রতিষ্ঠান গড়িমসি করে কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে উক্ত ঘটনা স্থলে ছোট বড় অনেক দুরঘটনা ঘটেছে। আবারো নতুন করে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর।
আশাশুনি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন বলেন,আমরা সেখানে যেয়ে দেখি ব্রিজের গর্তের ভিতর দুইটা লাশ ও একটা মোটরসাইকেল পড়ে আছে। আমরা সেগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, আজ ভোর রাতের দিকে তালা থেকে তারা কালিগঞ্জে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে এসে ধাক্কা লাগে সেখানে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ মারা যায়। পুলিশ ঘটনার স্থলে উপস্থিত হয়ে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছেন এবং আহত অবস্থায় কর্নেল ঘোষ কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা প্রস্তুতি চলছে ।