প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৩
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুন লেগে একটি ঘর সহ একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি পুড়ে গেছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার রাতে পশ্চিম ছাট গোপালপুর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে আগুন লাগে। এতে আব্দুল জলিলের একটি ঘর ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা এবং একটি ভ্যান গাড়ি আগুনে পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
আব্দুল জলিল বলেন, অটোরিকশা ঘরে চার্জে লাগানো ছিল। সেখানে কোনো সমস্যা হয়ে হয়তো আগুন লেগেছ। আগুনে পুড়ে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি যাতে সরকারি সহায়তা পায় সেজন্য একটি আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।