আশুলিয়া থানা শ্রমিক লীগের সভাপতি সুলতান মাহমুদ (বাদশা) ও সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মুন্সির নেতৃত্বে এ শ্রদ্ধা জানানে হয়। এ সময় থানা কমিটির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল, যুগ্ন সাধারণ সমাপাদক মো: পলাশ ও মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানাজ পারভীন শিলাসহ ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় আশুলিয়া থানা শ্রমিক লীগের সভাপতি সুলতানা মাহমুদ (বাদশা) বলেন, আশুলিয়ায় বসবাসকারী বেশিভাগ মানুষই শ্রমিক। আমি চেষ্টা করছি সুখে দুঃখে তাদের পাশে থাকার জন্য। আগামীতে সব সময় মেহনতী শ্রমিকদের কল্যানে কাজ করার চেষ্টা করবো। তাদের পাশে দাঁড়ানো চেষ্টা করবো। এটাই আমাদের প্রত্যাশা।
সাধারণ সম্পাদক সোহাগ মুন্সী বলেন, আশুলিয়া শ্রমিক অধ্যাসিত একটি এলাকা। আমাদের এলাকায় ৬৪ জেলার মানুষ এই বসবাস করে থাকে যার সিংহ বাঘ শ্রমিক। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের একটাই প্রতিজ্ঞা আশুলিয়ায় যে সকল শ্রমিক ভাইয়েরা আছেন তাদের বিপদে আপদে সবসময় আমরা কাজ করে যাব।