রাজবাড়ীর গোয়ালন্দ প্রপার হাইস্কুলে নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন টফি সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
পাশাপাশি শিক্ষার উন্নয়নে অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে বার্ষিক পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার ফলাফল তুলে দেন অতিথিবৃন্দ।